RSS

Tag Archives: মাইক্রোসফট

মাইক্রোসফট নিয়ে আসছে লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম “রিংটু”

মাইক্রোসফটের আলোড়ন সৃষ্টিকারী উইন্ডোজ নাইন এর খবর ইতোমধ্যে আমরা পেয়েছি । আজ থাকছে তার উপর একটি ফলো আপ রিপোর্ট ।

জানা যায় উইন্ডোজ নাইন নিয়ে রেডমন্ড সিটির লোকজন বরাবারি উচ্চাশা করে আসছিলেন । তারা বিশ্বাস করতেন দুনিয়াটাকেই পালটে দিবে উইন্ডোজ নাইন । কিন্তু তাদের এই বিশ্বাসে বড় ধরণের আঘাত হেনেছে উইন্ডোজ নিয়ে ব্যবহারকারীদের সাম্প্রতিক সময়ের হতাশা । এটিকে বড় ধরণের ব্যবসায়িক হুমকি হিসেবে দেখছে মাইক্রোসফট । তাই তারা এবার নজর দিয়েছে লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম তৈরীর দিকে ।

গতকাল মাইক্রোসফট এর সিইও স্টিভ বালমার এক সাংবাদিক সম্মেলনে মাইক্রোসফটের আসন্ন অপারেটিং সিস্টেম “রিংটু” এর ঘোষনা দেন । তিনি জানান এই অপারেটিং সিস্টেম কে পূর্নাঙ রূপ দিতে বাংলাদেশ থেকে লিনাক্স কার্নেল বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে । অপারেটিং সিস্টেমের নামকরণের বিষয়ে জানতে চাইলে তিনি একটি মুচকি হাসি দিয়ে জানান – “আমরা লক্ষ্য করেছি বন্টু, মিন্টু এ ধরণের “টু” বিশিষ্ট নামের প্রতি মানুষের অকৃত্রিম আকর্ষণ কাজ করে । তাই আমরাও একই ধরণের নাম খুজছিলাম । “রিংটু” নামটি আমাদের দারুণ পছন্দ হয়েছে এবং আমরা আশা করছি এ ধরণের নামকরণ তরুণ ব্যবহারকারীদের কাছে আমাদের গ্রহনযোগ্যতা বৃদ্ধি করবে”।

এই অপারেটিং সিস্টেমের আকর্ষনীয় দিক কি কি হবে জানতে চাইলে তিনি জানান এই ওএস এ কোন ড্রাইভারই দেওয়া থাকবে না । বাংলাদেশে পরিচালিত এক জরিপে দেখা গেছে মানুষ ড্রাইভার খুজে খুজে বের করাকে রোমাঞ্চকর মনে করে । বাজারে প্রচলিত অন্য সব লিনাক্স ডিস্ট্রোর সাথে “রিংটু” এর প্রধান পার্থক্য কি হবে জানতে চাইলে স্টিভ বালমার গাই গুই শুরু করেন । সাংবাদিকদের চাপের মুখে তিনি তার দোভাষীর সহায়তায় বাংলেদেশের কার্নেল বিশেষজ্ঞের সাথে ঝাড়া ৫ মিনিট কথা বলেন । এই ফোনালাপের শেষে তিনি সাংবাদিকদের জানান “রিংটু” এর মূল আকর্ষণ হবে “hal”. “হাল হল লিনাক্সের সর্ব রোগের মহাঔষধ, যে কোন সমস্যায় হাল ইন্সটল করলেই তার সমাধান হয়ে যায়। রিংটু ওএস এ আমরা আমাদের কার্নেল বিশেষজ্ঞের সহায়তায় আরো আধুনিক হাল নিয়ে আসব যা বাজারের অন্য কোন লিনাক্স ডিস্ট্রো দিতে পারবে না” । সংবাদ সম্মেলন কালে স্টিভ বালমার সাংবাদিকদের আরো প্রশ্নের জবাব দেন ।

এদিকে গতকাল পৃথক এক বিবৃতিতে সাংবাদিকদের জানানো হয় উইন্ডোজ এইট ও উইন্ডোজ নাইনের রিলিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে । “রিংটু” এর উদ্বোধনের জন্য সারা পৃথিবীতে মেলার আয়োজনের ঘোষনা দিয়েছে মাইক্রোসফট । এই মেলায় “রিংটু” অপারেটিং সিস্টেমের ডিভিডি কেনা যাবে বলে এই বিবৃতিতে জানানো হয় । এ খবরে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।

 
13 টি মন্তব্য

Posted by চালু করুন জুন 4, 2011 in Tech

 

ট্যাগ সমুহঃ ,