RSS

মাইক্রোসফট নিয়ে আসছে লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম “রিংটু”

04 জুন

মাইক্রোসফটের আলোড়ন সৃষ্টিকারী উইন্ডোজ নাইন এর খবর ইতোমধ্যে আমরা পেয়েছি । আজ থাকছে তার উপর একটি ফলো আপ রিপোর্ট ।

জানা যায় উইন্ডোজ নাইন নিয়ে রেডমন্ড সিটির লোকজন বরাবারি উচ্চাশা করে আসছিলেন । তারা বিশ্বাস করতেন দুনিয়াটাকেই পালটে দিবে উইন্ডোজ নাইন । কিন্তু তাদের এই বিশ্বাসে বড় ধরণের আঘাত হেনেছে উইন্ডোজ নিয়ে ব্যবহারকারীদের সাম্প্রতিক সময়ের হতাশা । এটিকে বড় ধরণের ব্যবসায়িক হুমকি হিসেবে দেখছে মাইক্রোসফট । তাই তারা এবার নজর দিয়েছে লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম তৈরীর দিকে ।

গতকাল মাইক্রোসফট এর সিইও স্টিভ বালমার এক সাংবাদিক সম্মেলনে মাইক্রোসফটের আসন্ন অপারেটিং সিস্টেম “রিংটু” এর ঘোষনা দেন । তিনি জানান এই অপারেটিং সিস্টেম কে পূর্নাঙ রূপ দিতে বাংলাদেশ থেকে লিনাক্স কার্নেল বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে । অপারেটিং সিস্টেমের নামকরণের বিষয়ে জানতে চাইলে তিনি একটি মুচকি হাসি দিয়ে জানান – “আমরা লক্ষ্য করেছি বন্টু, মিন্টু এ ধরণের “টু” বিশিষ্ট নামের প্রতি মানুষের অকৃত্রিম আকর্ষণ কাজ করে । তাই আমরাও একই ধরণের নাম খুজছিলাম । “রিংটু” নামটি আমাদের দারুণ পছন্দ হয়েছে এবং আমরা আশা করছি এ ধরণের নামকরণ তরুণ ব্যবহারকারীদের কাছে আমাদের গ্রহনযোগ্যতা বৃদ্ধি করবে”।

এই অপারেটিং সিস্টেমের আকর্ষনীয় দিক কি কি হবে জানতে চাইলে তিনি জানান এই ওএস এ কোন ড্রাইভারই দেওয়া থাকবে না । বাংলাদেশে পরিচালিত এক জরিপে দেখা গেছে মানুষ ড্রাইভার খুজে খুজে বের করাকে রোমাঞ্চকর মনে করে । বাজারে প্রচলিত অন্য সব লিনাক্স ডিস্ট্রোর সাথে “রিংটু” এর প্রধান পার্থক্য কি হবে জানতে চাইলে স্টিভ বালমার গাই গুই শুরু করেন । সাংবাদিকদের চাপের মুখে তিনি তার দোভাষীর সহায়তায় বাংলেদেশের কার্নেল বিশেষজ্ঞের সাথে ঝাড়া ৫ মিনিট কথা বলেন । এই ফোনালাপের শেষে তিনি সাংবাদিকদের জানান “রিংটু” এর মূল আকর্ষণ হবে “hal”. “হাল হল লিনাক্সের সর্ব রোগের মহাঔষধ, যে কোন সমস্যায় হাল ইন্সটল করলেই তার সমাধান হয়ে যায়। রিংটু ওএস এ আমরা আমাদের কার্নেল বিশেষজ্ঞের সহায়তায় আরো আধুনিক হাল নিয়ে আসব যা বাজারের অন্য কোন লিনাক্স ডিস্ট্রো দিতে পারবে না” । সংবাদ সম্মেলন কালে স্টিভ বালমার সাংবাদিকদের আরো প্রশ্নের জবাব দেন ।

এদিকে গতকাল পৃথক এক বিবৃতিতে সাংবাদিকদের জানানো হয় উইন্ডোজ এইট ও উইন্ডোজ নাইনের রিলিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে । “রিংটু” এর উদ্বোধনের জন্য সারা পৃথিবীতে মেলার আয়োজনের ঘোষনা দিয়েছে মাইক্রোসফট । এই মেলায় “রিংটু” অপারেটিং সিস্টেমের ডিভিডি কেনা যাবে বলে এই বিবৃতিতে জানানো হয় । এ খবরে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।

 
13 টি মন্তব্য

Posted by চালু করুন জুন 4, 2011 in Tech

 

ট্যাগ সমুহঃ ,

13 responses to “মাইক্রোসফট নিয়ে আসছে লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম “রিংটু”

  1. ইউনুছ হোসেন

    জুন 4, 2011 at 2:40 অপরাহ্ন

    “রিংটু” টেকা দিয়া কিনুম না, পাইরেটেড কপি চাই :p

     
  2. sabujkundu

    জুন 4, 2011 at 3:25 অপরাহ্ন

    এ খবরে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে 😛

     
    • masnun

      জুন 4, 2011 at 3:43 অপরাহ্ন

      জ্বী ঘটনা সত্যি 😀

       
  3. ?জাকির!

    জুন 4, 2011 at 3:35 অপরাহ্ন

    আমি ও পাইরেটেড কপি নেট থেকে ডাউনলোড করে ব্যবহার করব 😛 😛 😛

     
  4. Sazzad Hossain

    জুন 4, 2011 at 3:50 অপরাহ্ন

    এ খবরে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে :P:P:P:P

     
  5. Omi Azad

    জুন 4, 2011 at 3:54 অপরাহ্ন

    আমি ভাবছিলাম নাম হবে “লেঙটু”

     
    • Omi Azad

      জুন 4, 2011 at 3:55 অপরাহ্ন

      ও, আর সোর্স কোড থাকবে লেঙটু মানে open

       
      • masnun

        জুন 4, 2011 at 3:57 অপরাহ্ন

        হয়তো পরের ভার্সনগুলোর নাম হবে এরকম কিছু । প্রথম ভার্সনতো, তাড়াহুড়ো করে নাম দিছে, বেশী ভাবার টাইম পায় নাই মনে হয় 🙂

         
  6. মুক্তবিহঙ্গ

    জুন 4, 2011 at 10:19 অপরাহ্ন

    খবর পাওয়া গেছে, এই সংবাদ প্রকাশিত হবার পর এন্টি ভাইরাস কোম্পানি গুলার মাথার তার ছিড়া গেছে, অনেক কোম্পানি নাকি স্টিভ বালমার রে উড়ো চিঠি দিয়া হুমকি দিছে।

    আরো বিস্তারিত কবে নাগাদ পামু?

     
    • masnun

      জুন 4, 2011 at 10:29 অপরাহ্ন

      আমরা পাওয়ার পর পরই পাবেন 🙂

       
  7. smronju

    জুন 5, 2011 at 1:02 পুর্বাহ্ন

    Is it really true or just a tale?

     
  8. হিমেল

    জুন 5, 2011 at 1:04 পুর্বাহ্ন

    ঘটনা তাহলে পুরোপুরিই সত্যি সেদিন পরথম আলুতে ও খবর দেখলাম। মাইক্রোসফট ও স্টিভ বালমার এই উদ্যেগ কে সাদুবাত জানাই।

    রিংটু বতর্মান খবরাখবর জানতে চাই। সে এখন কোন হালতে আছে ঝাতি ঝানতে চায়। 🙂

     
  9. raselahmed7

    অগাষ্ট 6, 2011 at 7:14 অপরাহ্ন

    রিংটু ডাউনলোডের লিংক চাই 😀

     

এখানে আপনার মন্তব্য রেখে যান